Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

  

কাজের প্রকৃতি

সেবা প্রদান জন্য প্রয়োজনীয় সময়

অফিস পর্যায় পরামর্শ প্রদান।

অফিস চলাকালীন সময়।

সভাপতি, বাৎসরিক, এডিপি অনুযায়ী আর্সনিক মুক্ত নলকূপ বরাদ্দ

উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক বন্টন ও কার্যাদেশ অনুযায়ী ঠিকাদারক কর্তৃক স্থাপন পূর্বক চালুকরন।

লনকূপ পরিদর্শন ।

৭ দিন।

অস্থায়ী অকেজো নলকূপ মেরামত ও অভিযোগ পাওয়ার সাপেক্ষে।

সরকারী মূল্যে চাহিদা অনুযায়ী বিক্রি ব্যবহার ও উদ্ভুদ্ধকরণ ।

স্বাস্থসম্মত পায়খানা স্লাব রিং উৎপাদন ও বিক্রয়।

আর্সেনিক টেষ্টকিট ধারা অফিস চলাকালীন সময়ে পরীক্ষা করা হয়।

বিভিন্ন সভায় অংশ গ্রহন ।

যথা সময়ে।

 জাতীয় বিভিন্ন কাজে অংশ গ্রহন ।

            -ঐ-

প্রশিক্ষক হিসাবে অন্যান্য সংস্থায় অংশ গ্রহন।

            -ঐ-

১০

রিলিফ অফিসার হিসাবে দায়িত্ব পালন।

            -ঐ-

১১

বিভিন্ন অভিযোগের তদন্তের প্রতিবেদন দাখিল।

        ৭ দিন

১২

নলকূপের খুচরা যন্ত্রাংশ বিক্রি।

জনগরেন  চাহিদা মোতাবেক সরকারী মূল্যে বিক্রি করা হয়।

গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহঃ

১। বিশেষ গ্রামীন পানি সরবরাহ প্রকল্পঃ-

পল্লী এলাকা ধরন ওয়ারী আর্সেনিক মুক্ত নল কূপ।

পানির উৎস স্থাপন কাজ।    

২। জাতীয় স্যানি টেশান প্রকল্প

( স্বাস্থ্য সম্মত স্যানিটারী লেট্রিন উৎপাদন ও স্বল্প মূল্যে বিক্রির কাজ )

   (১) উন্নয়ন ও অনুন্নয়ন খাতভূক্ত অধিদপ্তরের সকল কার্যালয় বাস্তবায়ন সমন্নয় ও পরিবীক্ষন 

           এবং       উর্দ্ধতন কতৃপক্ষের নিকট বাস্তবায়ন অগ্রগতির   প্রতিবেদন প্রেরন।

 

(২) উপজেলা ও ইউনিয়ন পযা©য়ে পানি সরবরাহ ও স্যানিটেশন সম্পকি©ত উন্নয়ন কম©পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নে প্রশাসনিক ও কারিগরী বিষয়ে সহযোগিতা প্রদানসহ ব্যবস্থাপনার দায়িত্বপালন।

 

(৩) সংস্লিষ্ট উপজেলায় পানির গুনাগুন পরিবীক্ষন পর্যবেক্ষন (Water Quality Monitoring    and Surveillance) সংক্রান্ত দায়িত্ত পালন ।

(৪) পানি সরবরাহ ও স্যানিটেশন সংস্লিষ্ট তথ্য আহরন, বিশ্লেষন/ব্যাবহার, সংরক্ষন ও উদ্ধ©তন কতৃ©পর চাহিদা মোতাবেক প্রেরন।

 

           (৫)  পানির স্থাপনা নিমা©ন পল্লী অঞ্চল এবং পৌর অঞ্চলেনিরাপদ পানি সরবরাহ।

 

(৬) জাতীয় স্যানিটেশন কায©ক্রম এর আওতায় স্বল্প মূল্যে/বিনা মূল্যেলেট্টিন   সরবরাহ। নিধা©রিত মূল্যেনলকুপের খুচরা যন্ত্রাংশ প্রদান।

 

           (৭)  উপজেলার নলকুপ ও স্যানিটারী লেট্টিনের তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও    সংরক্ষন।

 

          (৮)উপজেলার নলকুপ ও স্যানিটারী লেট্টিনের ডাটাবেজ প্রস্তুত ও হাল নাগাদ করন।

 

(৯)  সরকারী সিদ্ধান্ত মোতাবেক পানি সরবরাহ ও স্যানিটেশন সংস্লিষ্ট জনসচেতনামূলক   কায©ক্রম,অবকাঠামো সমূহের নিমা©ন, মেরামত ও সংরক্ষন,পরিবীক্ষন ইত্যাদি মানসম্মতভাবে সম্পাদন।

 

            (১০)      পানির গুনাগুন পরীক্ষাসংক্রান্ত পরামশ©প্রদান।

                                                                                

(১১)       সরকারী সিদ্ধান্ত মোতাবেক পানি সরবরাহ ও স্যানিটেশন সংস্লিষ্ট যাবতীয় জরীপ,   সমীক্ষা, অগ্রনী প্রকল্প (Pilot Project) ইত্যাদি কম©কান্ডে অংশগ্রহন/সক্রিয় সহযোগিতা প্রদান।